ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ইউপি’র নারী সদস্যরা নাগরিকত্ব সনদ দেওয়ার ক্ষমতা পাবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ৪, ২০১৭
ইউপি’র নারী সদস্যরা নাগরিকত্ব সনদ দেওয়ার ক্ষমতা পাবেন

জাতীয় সংসদ ভবন থেকে: ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্যরা যাতে নাগরিকত্ব সনদপত্র দিতে পারেন সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (০৪ মে) সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরার এক সম্পূরক প্রশ্নে ইউনিয়ন পরিষদের নারী সদদস্যদের হাতে নাগরিকত্ব সনদপত্র দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া হবে কিনা জানতে চান।

এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ বিষয়টি আমার কাছে পরিষ্কার না।

কারণ এ রকম বৈষম্যমূলক আইন হওয়ার কথা না। সংসদ সদস্য বলেছেন, মহিলা সদস্যরা তিনটি ওয়ার্ড থেকে নির্বাচিত হন। কথা ঠিকই। তারা নাগরিকত্ব সার্টিফিকেট দিতে পারবেন না এটা কিন্তু আমার নলেজে এখনও আসে নাই। আমি বিষয়টি খুব তাড়াতাড়ি অফিস খুললেই দেখবো এবং ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্ট‍া, মে ০৪, ২০১৭
এসকে/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।