বৃহস্পতিবার (০৪ মে ) দুপুরে উপজেলা উঁচখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মিল্লাত চর আলগী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর)।
পুলিশ ও কোস্টগার্ড সূত্র জানায়, ০২ মে (মঙ্গলবার) রাতে রামগতি উপজেলা বিবিরহাট গাবতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ চিংড়ি পোনা জব্দ করে কোস্টগার্ড। পরে জব্দ করা চিংড়ি পোনা মেঘনা নদীতে অবমুক্ত করার সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে চিংড়ি পোনা ছিনিয়ে নেয়।
এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, কোস্টগার্ড সদস্য আহসান হাবিব, আহসান আলী ও নৌকার মাঝি নুর আলম আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড ১৩ রাউন্ড ফাঁকা গুলি চালায়।
পরের দিন ০৩ মে (বুধবার) রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তসলিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
জিপি/এসএইচ