ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নাগরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
নাগরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. ফজলুল হক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার মিরকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. আব্দুল্লাহ (১৮) নিহত ফজলুল হকের ছোট ছেলে এবং নুর মোহাম্মদ (১৬) তার নাতি।

নিহত ব্যক্তির বড় ছেলে মো. জুয়েল রানা জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার ভারড়া ইউনিয়নের নুরু মুন্সির সঙ্গে তাদের বিরোধ চলছে। বিকেলে নুরু মুন্সির ছেলে এমদাদুল ওরফে এন্দাল, ছবুর, ফজল, হাবিব ও হানিফসহ আট-১০ জনের একটি দল তাদের বাড়ির বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে আসেন। এসময় বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরু মুন্সির লোকজন দা’ দিয়ে তার বাবাকে (ফজলুল হক) কোপাতে থাকেন। এসময় আব্দুল্লাহ ও নুর মোহাম্মদ ঠেকাতে গেলে তাদেরও কোপাতে শুরু করেন তারা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে নুরু মুন্সি সঙ্গীদের নিয়ে পালিয়ে যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার বাবা ফজলুল হকের মৃত্যু হয়।

টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মুহাম্মদ শাহাদাৎ হোসেন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।