বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৭টায় নাটোরের সিংড়া উপজেলার চৌগঞ্জ-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে ও সোয়া ৭টায় বাগাতিপাড়া উপজেলার ডালিমপুর এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- বাগাতিপাড়া উপজেলার মারিয়া সরদারপাড়া গ্রামের শাহার উদ্দিনের ছেলে উজ্জ্বল (৩০) ও সিংড়া উপজেলার আটগরিয়া বড়াইগ্রামের নিজাম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩২)।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/