বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রামের আবদুল মালেকের ছেলে জয়নাল আবেদীন ওরফে জুম্মন ডাকাত, একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মজনু ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জয়নাল আবেদীন ডাকাতি এবং মজনু ও সোহেল পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। বিকেলে তাদের হাতিয়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই