ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ডাকাতসহ গ্রেফতার ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
হাতিয়ায় ডাকাতসহ গ্রেফতার ৩

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রামের আবদুল মালেকের ছেলে জয়নাল আবেদীন ওরফে জুম্মন ডাকাত, একই  ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মজনু ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জয়নাল আবেদীন ডাকাতি এবং মজনু ও সোহেল পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। বিকেলে তাদের হাতিয়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।