বৃহস্পতিবার (০৪ মে) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সিকদার ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতিয়ার নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি হেরে যান।
সংবাদ সম্মেলনে মতিয়ার বলেন, নির্বাচনে আমি নৌকা প্রতীক পেলেও মুছা আমার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হন। তার ক্যাডাররা আমার ইউনিয়নে বোমা হামলার ভয় দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে। নির্বাচনের পর মুছার লোকজন আমার ঘের দখল করে নিয়েছে। এর প্রতিবাদ করায় গত মঙ্গলবার (২ মে) মুছা তার ভাই ইলিয়াস, ছাত্রদল ক্যাডার রিংকুসহ ২০/৩০ জনকে দিয়ে আমাকে লাঞ্ছিত করে। আমি এর বিচার চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবু তালেব, আক্কাস আলী, হৈবত আলী, কামরুল ইসলাম, কামরুজ্জামান লাভলু প্রমুখ।
তবে এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা অভিযোগ ভিত্তিহীন দাবি করে বাংলানিউজকে বলেন, রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে কিছু মানুষের প্ররোচণায় এ সংবাদ সম্মেলন করে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।
তিনি জানান, সম্প্রতি মতিয়ারের লোকজন আমার ঘেরের প্রায় ৬০ ফুট বাঁধ কেটে দেয়। এছাড়াও আমার সই জালিয়াতি করে মতিয়ারের জামাই আকবর ও ছেলে শাহিন জমি রেকর্ড করে নেয়। তদন্ত করলে অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরআর/এমজেএফ