দিনাজপুর: দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামে মৌসুমী আক্তার মৌ (৩) নামে এক শিশুর গর্তের পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌ ওই গ্রামের মতিউর রহমানের মেয়ে।
দিনাজপুর খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাড়ির পাশে মাটি কেটে বাড়ির মাটি ভরাট করতে গর্তের সৃষ্টি হয়।
গত রাতে প্রচুর বৃষ্টিপাতের ফলে গর্তটি পানি দিয়ে ভরে যায়।
প্রতিদিনের মতো শিশুটি বাড়ির বাইরে খেলাধুলার একপর্যায়ে কখন যে পানিতে পড়ে ডুবে গিয়েছে তা কেউ দেখেনি। তার মা বাড়ির চারপাশে শিশুটিকে খোঁজাখুঁজি এক পর্যায়ে গর্তের পানিতে মেয়ের ভেসে ওঠা লাশ দেখতে পান।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।