সাত জাতির জন্য একটি স্যাটেলাইট ছুটে যাবে মহাকাশে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন ঢাকায় তার সরকারি বাসভবন গণভবন থেকে।
স্যাটেলাইট উৎক্ষেপনের পর নেতারা তাদের বক্তব্যও রাখবেন ভিডিও কনফারেন্সিংয়ে। তবে এর মুখ্য ভূমিকায় রয়েছেন নরেন্দ্র মোদী।
‘সবকা সাথ, সবকা বিকাশ’ এটাই মোদীর স্লোগান। সকলের সাথে সকলের জন্য উন্নয়ন ও বিকাশ এই প্রত্যয় সামনে রেখেই দক্ষিণ এশিয়ার সাতটি প্রতিবেশি দেশের অংশগ্রহণে মহাকাশে যাচ্ছে একটি স্যাটেলাইট।
উন্নয়নে সকলকে এক সাথে নিয়ে এগিয়ে চলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়ে আসছেন দীর্ঘ সময় ধরে। এই যৌথ স্যাটেলাইট সে পথে এক বড় অগ্রযাত্রা বলেই মনে করা হচ্ছে।
তবে এই স্যাটেলাইটের মূল উদ্যোক্তা ভারত। আর একে দক্ষিণ এশিয়ার জন্য ভারতের একটি উপহার হিসেবেই দেখা হচ্ছে। গত মার্চে এক চুক্তির মাধ্যমে এই স্যাটেলাইটে নিজেদের নাম সংযুক্ত করতে সম্মত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দক্ষিণ এশিয়ার আরও পাঁচটি দেশের শীর্ষ নেতারা। তবে এর সঙ্গে নেই দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান।
এরই মধ্যে দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের নানা ফিচার সম্পর্কে যতটুকু ধারণা পাওয়া গেছে তাকে এর ১২টি অংশ থাকবে। যার একটি অংশ নিদিষ্ট থাকবে বাংলাদেশের জন্য। উপগ্রহের মতো মহাকাশে বিচরণ করে এই স্যাটেলাইট বাংলাদেশকেও দেবে পৃথিবীর নানা তথ্য।
বাংলাদেশ তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। তবে তার আগেই দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের হিস্যা থেকে উপকৃত হবে দেশ।
বাংলাদেশ সময় ২০৪৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এমএমকে