যমুনার ভাঙন রোধে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং চলছে-ছবি: বাংলানিউজ
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পাচঠাকুরী-খুদবান্দী যমুনার পশ্চিম তীর সংরক্ষণ বাঁধের বাহুকা টুটুলের মোড় এলাকায় ভাঙন রোধে চলছে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং।
এছাড়া বাঁধের পশ্চিমাংশে বিকল্প রিং বাঁধ নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
প্রায় দুই মাস ধরে পাচঠাকুরী-খুদবান্দি বাঁধটির বেশ কিছু অংশে ভাঙন দেখা দেয়।
তখন থেকেই বাঁধ ভাঙার আতংকে ছিল স্থানীয় জনগণ। ২৭ এপ্রিল থেকে ভাঙন এলাকায় জিওব্যাগ ডাম্পিং শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বুধবার (৩ মে) বিকেলে হঠাৎ করেই বাঁধটির টুটুলের মোড় অংশ ধসে যায়। বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভাঙন এলাকায় বালু ভর্তি জিওব্যাগ ফেলা শুরু হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম দুপুরে ঘটনাস্থল থেকে জানান, যমুনা নদীর টুটলের মোড় অংশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে হঠাৎ করেই ধস নামে। ভাঙনের বিস্তৃতি যাতে না বাড়ে সেজন্য ভাঙন এলাকায় বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। প্রায় ১৬ হাজার জিওব্যাগ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আরো আনা হবে। এছাড়া ধসে যাওয়া বাঁধটির পশ্চিমপাশ দিয়ে একটি বিকল্প বাঁধ তৈরির পরিকল্পনা করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যেই রিং বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।