ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে এবারো শীর্ষে রয়েছে গালর্স ক্যাডেট কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
জয়পুরহাটে এবারো শীর্ষে রয়েছে গালর্স ক্যাডেট কলেজ

জয়পুরহাট: এসএসসি পরীক্ষার ফলাফলে এবারো জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার মধ্যে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে এবার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ হেদায়েতুন নবী বাংলানিউজকে বিষয়টি জানান।

জানা যায়, জয়পুরহাটে এবার এসএসসি পরীক্ষায় ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত হাজার ৯৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে সাত হাজার ৩৫৬ জন পাস করেছে।

পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা ছিল- চার হাজার ৯৭ জন এবং মেয়েদের সংখ্যা ছিল- তিন হাজার ৮৮৮জন। এদের মধ্যে তিন হাজার ৭৪৭ জন ছেলে ও তিন হাজার ৬০৯ জন মেয়ে পরীক্ষার্থী পাস করে।

জয়পুরহাট জেলায় পাসের হার ৯২ দশমিক ১২ শতাংশ। এ জেলার মোট পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯০৫জন।

জেলার উল্লেখ্যযোগ্য শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে জয়পুরহাট রামদেও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন জিপিএ-৫ ও জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে ২৪১ জনের মধ্যে ১০৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ে তিন জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।