বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ হেদায়েতুন নবী বাংলানিউজকে বিষয়টি জানান।
জানা যায়, জয়পুরহাটে এবার এসএসসি পরীক্ষায় ১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত হাজার ৯৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে সাত হাজার ৩৫৬ জন পাস করেছে।
জয়পুরহাট জেলায় পাসের হার ৯২ দশমিক ১২ শতাংশ। এ জেলার মোট পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯০৫জন।
জেলার উল্লেখ্যযোগ্য শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে জয়পুরহাট রামদেও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন জিপিএ-৫ ও জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে ২৪১ জনের মধ্যে ১০৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ে তিন জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি