বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ আদেশ দেন।
জানা গেছে, সোনাগাজী পৌর শহরের খুরশিদ বিল্ডিংয়ের মিজান ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
একইদিনে সোনাগাজী পশ্চিম বাজারের গ্রিন ল্যাবকে ৫ হাজার, ইরানী হোটেলে খাবার পরিবেশনে নোংরা পরিবেশের কারণে ৩ হাজার জরিমানা করা হয়।
চটের বস্তা ব্যবহার না করায় তাকিয়া রোডস্থ রতন স্টোরকে ৫ হাজার, আল মক্কা হোটেলকে ২ হাজার, কাঁচা বাজারের কাসেম স্টোরকে ২ হাজার, সাত্তার স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সালাউদ্দিন শিবলু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএইচডি/আরআর/এসএইচ