ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সকালে আগুন, বিকেলে নরকযন্ত্রণা কালনীতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মে ৪, ২০১৭
সকালে আগুন, বিকেলে নরকযন্ত্রণা কালনীতে সকালে আগুন, বিকেলে নরকযন্ত্রণা কালনীতে

কালনী এক্সপ্রসে থেকে: ‌‌‘জানেন সকালে আগুন ধরে গেছিলো কালনীর ইঞ্জিনে। ভাগ্য ভালো মিডিয়ায় আসেনি।’ এভাবে কথাগুলো কানে এলো ছ বগির সিটে বসে। ঢাকা থেকে সিলেটগামী কালনীর খেল শুরু হলো তার একটু পরেই।

বিনা টিকিটের যাত্রী নিয়ে ঝগড়া, সিটের কাছে গায়ে হেলে পড়া নিয়ে মন কষাকষি, সিগারেট খাওয়া নিয়ে রেল পুলিশ ডাকা- কোনোকিছু বাদ রইলো না।

সকালে আগুন, বিকেলে নরকযন্ত্রণা কালনীতে

আগুন লেগেছিল, তাও আবার আজ (বৃহস্পতিবার ) সকালে।

যেসব যাত্রী কথাটি শুনেছেন তারা একটু চিন্তায় পড়ে গেলেন। আধাঘণ্টা চলার পর বন্ধ হয়ে গেলো বগির সব ফ্যান। বৈশাখের প্রচণ্ড গরমে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেলো যাত্রীদের চিৎকার চেঁচামেচি।

চিৎকার শুনে ছুটে এলেন অ্যাটেনডেন্ট সাদেক। বললেন, ফ্যান চললে লাইট জ্বলবে না। রাতে লাইটও আবার বন্ধ রাখা যাবে না।

শুনে আরও ক্ষেপে গেলেন যাত্রীরা। এবার দায়িত্বরত পুলিশ এসেও জানালেন একই কথা। এদিকে যাত্রীরা গরমে সিদ্ধ! আর থেমে থাকলে তা যেন নরকযন্ত্রণা। চারিদিক থেকে আসতে থাকলো নানা তির্যক মন্তব্য।

সকালে আগুন, বিকেলে নরকযন্ত্রণা কালনীতে

একটু পর উঠে গিয়ে সাদেক গল্প করতে করতে বললেন আসল ঘটনা। সিলেট থেকে সকাল ৭টায় ছেড়ে এসে যখন রশিদপুরের পাহাড়ি এলাকায় তখন ছ বগির কাছেই বৈদ্যুতিক লাইন থেক শর্টসার্কিট হয়ে আগুন লেগেছিল। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। তবে ট্রেনের অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকায় গ্যাস ছুড়ে মিনিট পাঁচেকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভাতে গিয়ে হাতে সৃষ্টি হওয়া ছোট্ট ক্ষতও দেখালেন সাদেক। আরও বললেন, আগুনের কারণেই ৮ বগির কালনীর তিন বগিতে ফ্যান চলছে না।

সারানোর প্রসঙ্গে পুলিশ এবং অ্যাটেনডেন্টদের বক্তব্য, কাল ডে অফ, তাই কাজ হবে কাল।

সকালে আগুন, বিকেলে নরকযন্ত্রণা কালনীতে

গা ঘামানো অসহ্য গরম, এর মধ্যে সিগারেটের গন্ধ, লোক গায়ে এসে পড়াসহ নানন যন্ত্রনায় অতিষ্ঠ কালনীর যাত্রীরা। তারওপর আবার ১ ঘণ্টা লেটে ত্রাহি অবস্থা।

**রেলস্টেশনে মানবখাঁচা, লোক দেখানো চেকিং!

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।