ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি সড়কের গুগড়াছড়ি এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে সুজাল ত্রিপুরা (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

এই ঘটনায় আহতরা হলনে, সৈয়দ আলম (৩৫) ও জিতেন ত্রিপুরা (১৯), রেজাউল করিম (৩০)।

বৃহস্পতিবার (০৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।



খাগড়াছড়ি সদর থানার  উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।