বৃহস্পতিবার (০৪ মে) নিম্ন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানায় গ্রেফতারকৃত আসামি মিলন।
এর আগে, গত ২৭ এপ্রিল যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় ঝর্ণা আক্তার (২৬) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়্।
এই ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই নাসির উদ্দিন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বুধবার (০৩ মে) বিকাল ৫টার দিকে মুন্সিগঞ্জ সদরে অভিযান চালিয়ে জেসমিন ও মিলনকে গ্রেফতার করে পুলিশ।
জবানবন্দিতে বলা হয়, জেসমিনের পরিকল্পনা অনুযায়ী ঝর্ণাকে গলা টিপে হত্যা করি। ঝর্ণার কাছে জেসমিন দুই লাখ টাকা পেত। টাকা না দেওয়ার কারণে ঝর্ণাকে হত্যার পরিকল্পনা করে জেসমিন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) ইফতেখারুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আসামি মিলন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। অপর আসামি জেসমিনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তিনি বলেন, এই ঘটনায় আর্থিক লেনদেনের বিষয় ছাড়াও অন্য কোন কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের ছোট ভাই নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, বেশ কিছুদিন ধরে ঝর্ণার সঙ্গে জেসমিনের ঝগড়া চলছিল। সেই ঝগড়ার জের ধরেই আমার বোনকে হত্যা করা হতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জনি বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি আসামিরা শ্বাসরোধ করে ঝর্ণাকে হত্যা করেছে। কিন্তু ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসজেএ/আরআই