ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে এসিডদগ্ধ আহত শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ৪, ২০১৭
 বেনাপোল বন্দরে এসিডদগ্ধ আহত শ্রমিকের মৃত্যু বেনাপোল স্থলবন্দর

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্য খালাসের সময় এসিডদগ্ধ শ্রমিক ইয়াকুব (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (০৪ মে) বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইয়াকুব বেনাপোল বন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন এবং তার বাড়ি বেনাপোলের পুটখালী ইউনিয়নের বৃত্তিআঁচড়া গ্রামে।

বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৯টায় বেনাপোল বন্দরের ৩৮ নম্বর ইয়ার্ডে ট্রাকে এসিডের ড্রাম উঠানোর সময় ড্রাম ফেটে আশরাফ ও ইয়াকুব আহত হন।

পরে আশরাফ ও ইয়াকুবকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান ইয়াকুব। তার মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এজেডেইচ/এমএইউ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।