বৃহস্পতিবার (৪ মে) রাত সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ীর ধনিয়া ঈশাখা রোডের ঘটনাটি ঘটে। দিপু নেত্রকোনার দূর্গাপুর উপজেলার আব্দুল্লাহ আল নুরের ছেলে।
নিহতের বাবা আব্দুল্লাহ আল নুর বলেন, তারা বর্তমানে যাত্রাবাড়ী ধনিয়া ঈশাখা রোডের একটি বাসায় ভাড়া থাকেন। তাদের একমাত্র ছেলে দিপু স্থানীয় অগ্রদূত বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। তার আসা ছিল জিপিএ-৫ পাবে। কিন্তু সে ৪.৯৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়।
পরীক্ষার ফল পাওয়ার পর থেকেই মন খারাপ ছিল এবং কান্নাকাটি করছিল কেন সে জিপিএ-৫ পেলো না। রাত ৯টার দিকে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে অনেকক্ষণ ডাকা-ডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে।
মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এজেডএস/এএটি/