বৃহস্পতিবার (৪ মে) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান, স্থানীয় আক্তারের হোসেনের চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেমায়ূন কবির জানান, মহালছড়িতে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় জেলা সদর থেকে ফায়ার সার্ভিস আসতে সময় লেগেছে। তাই ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দিতে না পারলেও আনুমানিক কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, মে ০৫, ২০১৭/আপেডট:০৫০৫
এমএইউ/এএটি/