ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মহালছড়িতে আগুনে পুড়ে গেছে ১৮টি দোকান-ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মে ৪, ২০১৭
মহালছড়িতে আগুনে পুড়ে গেছে ১৮টি দোকান-ঘর মহালছড়িতে আগুন-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন পুড়ে গেছে ১৬টি দোকান ও দু'টি বসত ঘর। পরে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৪ মে) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান, স্থানীয় আক্তারের হোসেনের চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।

পাশপাশি লাগানো অন্য দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ১৮টি দোকান-ঘর পুড়ে যায়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেমায়ূন কবির জানান, মহালছড়িতে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় জেলা সদর থেকে ফায়ার সার্ভিস আসতে সময় লেগেছে। তাই ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দিতে না পারলেও আনুমানিক কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, মে ০৫, ২০১৭/আপেডট:০৫০৫
এমএইউ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।