ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গৃহকর্তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ৪, ২০১৭
রাজশাহীতে গৃহকর্তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ রাজশাহীতে গৃহকর্তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

রাজশাহী: রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায় এক গৃহকর্তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর নাম টিনা খাতুন (২৫)। তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৪ মে) রাতে এ ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ভিকটেমের মামা ডাবলুর বরাত দিয়ে জানান, রাত সাড়ে ৯টার দিকে গৃহকর্মী টিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের ৪০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখান থেকে তাকে ৩৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি জানান, টিনার শরীরে ঘুমের ইনজেকশন পুশ করে নির্যাতন করা হয়েছে।  

অভিযুক্ত গৃহকর্তা চণ্ডিপুর এলাকার শুভেচ্ছা নিবাস ৭/ই ফ্লোরের মালিক আশরাফ দাউদ খান টিঅ্যান্ডটি অফিসের একজন কর্মকর্তা এবং তার স্ত্রী তুন্নি রাজশাহী বরেন্দ্র কলেজের শিক্ষক। চারমাস আগে টিনা সেখানে কাজে যোগদান করেন।  

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, তিনি ঘটনার খবর শুনেছেন। ঘটনা সত্য হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসএস/এমএইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।