ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে মাইক্রোবাস ও মদসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
বরিশালে মাইক্রোবাস ও মদসহ আটক ১ বরিশালে মাইক্রোবাস ও মদসহ আটক ১-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ১০ বোতল মদসহ সুমন নামে এক ব্যক্তিকে করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ মে) রাতে বটতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করে পুলিশ। আটক সুমন বরিশালের ভাটিখানা এলাকার বাসিন্দা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক(এসআই) মামুন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বটতলা এলাকায় চেকপোস্ট বসালে একটি কালো হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৯৬০৭) থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে আটক করা হয় একজনকে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।