বৃহস্পতিবার (৪ মে) রাতে বটতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করে পুলিশ। আটক সুমন বরিশালের ভাটিখানা এলাকার বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক(এসআই) মামুন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বটতলা এলাকায় চেকপোস্ট বসালে একটি কালো হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৯৬০৭) থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে আটক করা হয় একজনকে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমএস/এএটি/