বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে আরও কয়েকজন শিক্ষকও অবরুদ্ধ ছিলেন।
এ ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনার পর ছাত্ররা অবরোধ তুলে নেয়।
ছাত্র নেতারা জানান, ২০০২ সাল থেকে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা ২০১৬ সালের অক্টোবর মাস থেকে আন্দোলন শুরু করে। একপর্যায়ে তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা চলতি বছরের ২৯ মার্চ সকাল থেকে রাত পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।
ওইদিন রাতেই গাইবান্ধা সদর থানা পুলিশ, ছাত্র নেতা ও কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়ে ২৯ এপ্রিল তফসিল ঘোষণার তারিখ নির্ধারিত হয়। কিন্তু ২৯ এপ্রিল তফসিল ঘোষণা না হওয়ায় তাদের বৃহস্পতিবার (৪ মে) আবারও অবরুদ্ধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহেদুল হক বলেন, পরীক্ষার কারণে আপাতত নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব নয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জাসদ সমর্থিত ছাত্রলীগের কলেজ শাখা সভাপতি রাকিব হাসান সীমান্ত জানান, আগামী শনিবার থেকে কলেজে ধর্মঘট পালন করা হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। জাসদ সমর্থিত ছাত্রলীগ, জাতীয় ছাত্র সমাজ ও ছাত্রলীগের একাংশ এ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএম/এএটি/