ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

এসএসসিতে সিরাজগঞ্জের সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
এসএসসিতে সিরাজগঞ্জের সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠান

সিরাজগঞ্জ: এবারের এসএসসি পরীক্ষায় একটিতে শতভাগ সাফল্যসহ সিরাজগঞ্জের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান আশানুরূপ সফলতা অর্জন করেছে।

সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলে জানা যায়, উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুল জেলার শীর্ষস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ২৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ করে শতভাগ পাশসহ ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ সরকারি বি এল উচ্চ বিদ্যালয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ২২৭ জনের ২২৬ জন উত্তীর্ণ হয়ে পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৫৬%। জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন।

তৃতীয় অবস্থানে সালেহা ইসাহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২২১ জন পাস করেছে। পাসের হার ৯৯.১০%। জিপিএ-৫ পেয়েছে ১২০ জন।

চতুর্থ অবস্থানে রয়েছে কাজিপুরের গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯.০৪ %। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।

পঞ্চম অবস্থানে রয়েছে রায়গঞ্জের ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯.৩৫%। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।

ষষ্ঠ অবস্থানে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৮.৪৪%।   আটজন পেয়েছে জিপিএ-৫।

সপ্তম অবস্থানে বেলকুচির সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পাসের হার  ৮৮.৭৫%। ৩৪ জন জিপিএ-৫।

অষ্টম অবস্থানে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮৬.৩৬%। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।

নবম অবস্থানে রয়েছে কামারখন্দের জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৮৫.৭১%। জিপিএ-৫ পেয়েছে ১২ জন এবং দশম অবস্থানে থাকা চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮০.৯৫%। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।