গত বুধবার (৩ মে) দিনভর নেত্রকোনায় জেলার খালিয়াজুড়ি হাওরের কয়েকটি এলাকা পরিদর্শন করে এসব শিশুরা। তারা এনায়েতপুর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে সংগ্রহ করা টাকা দিয়ে ওষুধ কিনে এসব দুর্গত মানুষের মাঝে বিতরণ করে।
এর আগে শুক্রবার (২৭ এপ্রিল) ৮ থেকে ১২ বছর বয়সী এসব ছাত্ররা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে ঢাকার কয়েকজন সংবাদকর্মীর মাধ্যমে হাওরের দুর্গত মানুষের সাহায্যার্থে দান করে।
স্কুলছাত্ররা হলো, এনায়েতপুর থানার খুকনী গ্রামের তাঁতশ্রমিক ও নরসুন্দদের সন্তান মোরসালিন, সাগর শীল, রিপন, রিজন, আশিক, রিফাত, রাব্বি হোসেন, সিয়াম, জুবায়েল, আপন, আলিমুর হোসেন, রাব্বি, বাদন কুমার শীল, জয় শীল ও আব্দুল্লাহ।
এনায়েতপুরের সাংবাদিক স্বপন মির্জা জানান, ঢাকার কয়েকজন সংবাদকর্মী ফেসবুকের মাধ্যমে দেশ-বিদেশের মানবতাবাদী মানুষের কাছ থেকে প্রায় সোয়া দুই লাখ টাকা সংগ্রহ করেন। ওই টাকার খাদ্যসামগ্রী কিনে বুধবার হাওরে যাবার সিদ্ধান্ত নেন তারা। ফেসবুকের মাধ্যমে এ খবর শুনে খুকনীর এসব শিশুরাও যেতে আগ্রহী হয়।
তাদের আগ্রহের কথা জানতে পেরে এগিয়ে আসেন সমাজসেবক আখতারুজ্জামান তালুকদার, প্রভাষক মোরশেদুর রহমান মাসুদ, সেবা সংগঠন ‘আমরা তোমাদের’ রাজনৈতিক নেতা সাইদুল ইসলাম, জনতা ক্লিনিক ও ফারিয়া নামের কয়েকজন ব্যক্তি ও সংগঠন। তারা ওই শিশুদের হাতে তুলে দেন কিছু ওষুধ ও নগদ ২২ হাজার টাকা।
মঙ্গলবার (২ মে) রাতেই এসব শিশুরা তাদের অভিভাবক আবুল কালাম আজাদ ও মোশারফ হোসেন খানের নেত্রকোনার দিকে রওয়ানা হয়।
বুধবার ভোরে ঢাকা থেকে চাল, আলু ও বিস্কুট নিয়ে আসেন গণমাধ্যম কর্মী মাসুদ কামাল, কাজী চপল, মাসুদুল হাসান রনি ও মঞ্জুরুল আলম পান্না। এনায়েতপুরের শিশুরা সাংবাদিকদের সঙ্গে একত্রিত হয়ে বুধবার দিনভর খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলার চারটি এলাকায় গিয়ে ১৪শ পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দেন।
এদিকে শিশুদের কাছ থেকে সাহায্য ও সমবেদনা পাওয়া দুর্গত মানুষেরা জানান, অনেক দূর থেকে অভাবী শিশুরা আমাদের এভাবে সাহায্যে এগিয়ে আসবে তা কল্পনা করিনি।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এএটি/