ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে লটারির টিকেট বিক্রিতে বাধা দেওয়ায় আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মে ৪, ২০১৭
লক্ষ্মীপুরে লটারির টিকেট বিক্রিতে বাধা দেওয়ায় আহত ৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দত্তপাড়ায় লটারি বাণিজ্যে (জুয়ার টিকেট) বিক্রিতে বাধা দেওয়ায় কামাল হোসেন সুমন নামে এক যুবকের ওপর হামলা করেছে মেলা কমিটির লোকজনরা।

এ সময় ওই যুবককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আওয়ামী লীগ নেতাসহ আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত কামাল হোসেন সুমন সাবেক ছাত্রলীগ নেতা ও উত্তর দত্তপাড়া গ্রামের মৃত নুর নবীর ছেলে।

আহত অন্যরা হলেন উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, স্থানীয় ছাত্রলীগ নেতা বাবু, বিজয়, মিরন। আহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানায়, গত দুই সপ্তাহ ধরে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশায় করে মাইকিং করে গ্রামগঞ্জে, হাটবাজারে গিয়ে লটারির টিকেট বিক্রি করছে। লোভনীয় পুরস্কারের অফারে গ্রামের লোকজন প্রতারিত হচ্ছে। সকালে বাড়ি বাড়ি গিয়ে লটারির টিকেট বিক্রিতে বাধা দেন সুমন। রাতে সুমন মেলার মাঠে গেলে রুবেলের নেতৃত্বে আয়োজক কমিটির ভাড়াটে লোকজন হামলা চালায়।   এতে হামলা থেকে সুমনকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগ নেতাসহ পাঁচজন আহত হন।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, মেলায় হাতাহাতির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘন্টা, মে ০৫, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।