বৃহস্পতিবার (০৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।
যশোরের একাধিক আসনের সংসদ সদস্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক’র সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, যশোর ও মাগুরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লাইলা জলি এবং যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
শপথ বাক্য পরে যশোরের ছয়জন সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতারা ধানমন্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমএইউ/এএটি/