ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, মে ৫, ২০১৭
আশুলিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার আশুলিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের আনুমানিক বয়স ৩২ বছর। তার পরনে ছিলো থ্রি কোয়ার্টার প্যান্ট ও কালো গেঞ্জি।

শুক্রবার (০৫ মে) সকালে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকায় পলমল গার্মেন্টের পেছনে মরদেহটি পাওয়া যায়।

এলাকাবাসীর ধারণা শুক্রবার ভোরে অজ্ঞাত ওই যুবককে গলা কেটে হত্যা করে তার লাশ পলমল গার্মেন্টের পেছনে ফেলে গেছে দুর্বৃওরা।

সকালে স্থানীয়রা লাশটি দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, কারা কী কারণে অজ্ঞাত ওই যুবককে হত্যা করেছে তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোহসিনুল কাদির।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।