বৃহস্পতিবার (০৪ মে) রাত ১০টায় সদর উপজেলায় সোনারায় ইউনিয়নের খয়রাতনগর রেল স্টেশনের উত্তরে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাবিদুল ওই ইউনিয়নের জয়চন্ডি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বাইসাইকেলে তার স্ত্রীকে (উত্তরা ইপিজেডের শ্রমিক) নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তারা খয়রাতনগর রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী আন্তঃনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ছাবিদুল মারা যান। তবে তার স্ত্রী অক্ষত রয়েছে।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এনটি