জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের দিঘলকান্দি রেলক্রসিংয়ের পাশে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৫ মে) সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাতে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক মারা যায়।
তার পরনে গেঞ্জি, শার্ট, ট্রাউজার, গামছা ও লুঙ্গি পেঁচানো ছিল।
দেওয়ানগঞ্জ জিরআরপি থানার উপ পরিদর্শক (এসআই) আ. মান্নান বাংলানিউজকে জানান, নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।