ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিকরগাছায় বজ্রপাতে হালের গরুসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, মে ৫, ২০১৭
ঝিকরগাছায় বজ্রপাতে হালের গরুসহ নিহত ২ ঝিকরগাছায় বজ্রপাতে হালের গরুসহ নিহত ২

যশোর: যশোরের ঝিকরগাছায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও দাখিল মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছেন। বজ্রপাতে নিহত কৃষকের হালের দুটি গরুও মারা গেছে। শুক্রবার (০৬ মে) সকালে উপজেলার নিশ্চিন্তপুর ও বায়সা গ্রামে বজ্রপাত হয়।

নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার নিশ্চন্তপুর গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে ইউনুস আলী (৪০) ও একই উপজেলার বায়সা গ্রামের তাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (১৬)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম এ খবর নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে দুটি গরু নিয়ে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে গরুসহ কৃষক ইউনুস আলী ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে সদ্য দাখিল পাস করা জসিম বাড়ি থেকে শশা আনতে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।