নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার নিশ্চন্তপুর গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে ইউনুস আলী (৪০) ও একই উপজেলার বায়সা গ্রামের তাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (১৬)।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম এ খবর নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে দুটি গরু নিয়ে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে গরুসহ কৃষক ইউনুস আলী ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে সদ্য দাখিল পাস করা জসিম বাড়ি থেকে শশা আনতে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমজেএফ