শুক্রবার (০৫ মে) ভোরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- নেত্রকোনা সদরের দরিজাগি এলাকার প্রয়াত জয়নাল মিয়ার ছেলে খোকন মিয়া (২৪), বাইশদারের হাসেম মিয়ার ছেলে মো. এরশাদ মিয়া (৩২), পূর্বধলা উপজেলার মানিকদি গ্রামের প্রয়াত মাহতাব উদ্দিনের ছেলে খোরশেদ আলম (২৬), নোয়াখালী জেলার নালানগর গ্রামের হাকিম আলীর ছেলে মো. আব্দুল কাদের (১৯) ও একই জেলার ট্রাকচালক বিনোদপুর প্রয়াত আব্দুর হাসেমের ছেলে আক্কাস মিয়া (৪৫)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার, পল্লীবিদ্যুত সমিতি ও সাতপাই রেলক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়। পরে ট্রাক থেকে ১৯৫ কেজি গাঁজা, অপরদিকে সাতপাই থেকে একটি মোটরসাইকেলসহ পাঁচ জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এনটি