নড়াইলের রাজাকার গোলজার-দাউদ কারাগারে
নড়াইল: নড়াইলে গ্রেফতারকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি গোলজার হোসেন খান (৭০) ও দাউদ শেখকে (৬৮) কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার মামলায় গ্রেফতার করা হলেও তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হবে।
গোলজার হোসেন খান নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে ও দাউদ শেখ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মৃত নবীর শেখের ছেলে।
পুলিশ জানায়, গোলজার হোসেন ও দাউদ শেখকে নড়াইল সদর থানায় গত বছরের ১৯ সেপ্টেম্বর দায়ের করা নাশকতার মামলায় (নং- ১৯) গ্রেফতার করা হয়েছে।
তদন্ত করে জানা গেছে, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে। গত বছরের ২১ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রেজিস্ট্রারে লিপিবদ্ধ হওয়া অভিযোগ তদন্তাধীন (নং- ২৩ ও মিস কেস নং- ৫/১৬)।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, বৃহস্পতিবার (০৪ মে) রাতে নিজ নিজ বাড়ি থেকে গোলজার ও দাউদকে গ্রেফতার করা হয়। শুক্রবার (০৫ মে) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এএসআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।