ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

এসএসসি ফেল করায় তাহমিনার আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, মে ৫, ২০১৭
এসএসসি ফেল করায় তাহমিনার আত্মহত্যা

ফেনী: মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ফেল করায় তাহমিনা আক্তার (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (০৫ মে) সকাল ৮টার দিকে ফেনীর ফুলগাজীতে এই ঘটনা ঘটে। তাহমিনা উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

চলতি বছর ফুলগাজীর মুন্সীরহাট আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে সে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন সেন্টু জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পরিবারের লোকজন ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।