ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বজ্রপাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মে ৫, ২০১৭
টুঙ্গিপাড়ায় বজ্রপাতে কৃষক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বজ্রপাতে মো. লুৎফর রহমান শেখ (৪৫) নামে এক কৃষক নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (০৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের শালুখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লুৎফর রহমান বাগেরহাট জেলার মংলা উপজেলার সাবেরমেদ গ্রামের রোকা শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির বাংলানিউজকে জানান, সকালে লুৎফর রহমান শেখসহ বেশ কয়েকজন কৃষক ধান কাঁটছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং দুই জন নিহত হন।

আহতদের টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।