ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বুড়ি তিস্তা নদী দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মে ৫, ২০১৭
বুড়ি তিস্তা নদী দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন ঢাকাস্থ উলিপুর সমিতির আয়োজনে এই মানববন্ধন- ছবি: সুমন শেখ

ঢাকা: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়ি তিস্তা নদীকে দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ উলিপুর সমিতি।

শুক্রবার (০৫ মে) জাতীয় প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রামের উলিপুরের উন্নয়নের ধারক বুড়ি তিস্তা নদী আগ্রাসনের কবলে পড়ে মৃতপ্রায়।

এ নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি-বাণিজ্য ও যাতায়াত হয়। কর্তৃপক্ষের উদাসীনতায় অবৈধ দখলকারীরা নদীটিকে মেরে ফেলছে।

মানববন্ধনে বক্তারা এ নির্যাতন থেকে রক্ষা পেতে সরকারের কাছে ৪ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো- অবিলম্বে বুড়ি তিস্তা নদীর উৎসমুখ খনন, উৎসমুখের স্লুইচ গেট পুনর্নির্মাণ, অবিলম্বে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং নদীর তলদেশ খনন করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা।

ঢাকাস্থ উলিপুর সমিতির সমন্বয়ক আসাদুলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও উলিপুর এলাকাবাসী।

উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের অর্জুন গ্রাম থেকে তিস্তা নদীর একটি শাখা উলিপুর পৌরসভার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে পূর্বে চিলমারী উপজেলার কাচকল হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলেছে। তিস্তা নদী থেকে বের হয়ে দীর্ঘ ৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া এ শাখা নদীটি বুড়ি তিস্তা নামে পরিচিত।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসটি/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।