ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

আরও আট হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, মে ৬, ২০১৭
আরও আট হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা

ঢাকা: দেশের সরকারি আটটি গুরুত্বপূর্ণ হাসপাতালে চালু হতে যাচ্ছে পরমাণু চিকিৎসাসেবা। 

এসব হাসপাতালের ক্যাম্পাসে আটটি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপনের মাধ্যমে পরমাণু প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা দেওয়া হবে। গরিব ও সাধারণ মানুষ কম খরচে পাবেন থাইরয়েড, কিডনি, লিভার, বোন ক্যান্সারসহ নানা রোগের ডায়াগনিসিস ও চিকিৎসাসেবা।

 

এ পরমাণু চিকিৎসাসেবা চালু করে সেবা সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চায় সরকার।
 
হাসপাতালগুলো হচ্ছে- ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট মহাখালী হাসপাতাল এবং পাবনা, কুষ্টিয়া, যশোর, কক্সবাজার, গোপালগঞ্জ ও সাতক্ষীরা সরকারি হাসপাতাল।  

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) সূত্র জানায়,  দেশের ১৫টি সরকারি হাসপাতালের ইনমাস ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস)  অত্যাধুনিক পরমাণু প্রযুক্তি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

অন্যদিকে ১৯৭০ সালে  পরমাণু চিকিৎসা দিতে চট্টগ্রামে পরমাণু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড কেন্দ্র গড়ে ওঠে। এ কেন্দ্রের আধুনিকায়ন সম্পন্ন হয় ২০০৮ সালের ৩০ জুন। বর্তমানে সেখানে ডুয়েল হেড ও সিঙ্গেল হেডস্পেক্ট গামা ক্যামেরার সাহায্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

তবে দেশে প্রতিষ্ঠিত নতুন নতুন সরকারি হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা নেই। এ প্রেক্ষাপটেই ৫৯৪ কোটি টাকা ব্যয়ে করে আটটি হাসপাতালে এজন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা গড়ে তোলা হবে। চলতি সময় থেকে ২০২১ সালের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়িত হবে।  

বিদ্যমান ইনমাস ও নিনমাসে সিটি স্ক্যানার, থাইরয়েড স্ক্যানার, আল্ট্রাসনোগ্রাম, কালার ডপলার এবং রেডিওইমিউনোএ্যাসের জন্য একসেট কম্পিউটারাইজড গামা ওয়েল কাউন্টার ও অন্যান্য সুবিধাসহ রয়েছে ইন-ভিট্রো ল্যাব। পরমাণু যন্ত্রপাতি ব্যবহার করে রোগীদের স্প্লিন, অস্থি, কিডনি, থাইরয়েড গ্রন্থি, মস্তিস্ক, যকৃৎ এবং অন্যান্য স্ট্যাটিক ও ডায়নামিক সিন্টিগ্রাফি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। গামা ক্যামেরার মাধ্যমে এসব পরীক্ষার মধ্যে কিডনির কার্যক্ষমতার বিভাজন পরিমাপ সহজ এবং খুবই তথ্যসমৃদ্ধ পরীক্ষা।  

নতুন আটটি হাসপাতালেও এসব সুবিধা গড়ে তোলা হবে।

বাপশাকের প্রধান প্রকৌশলী (তড়িৎ) প্রকৌশলী মোহাম্মদ তসলিম উদ্দিন বাংলানিউজকে জানান, পরমাণু চিকিৎসাসেবা দিতে আটটি ইনমাসে ১৯৫ কোটি টাকার বৈদেশিক যন্ত্রপাতি, ৩৭ কোটি টাকার ১ হাজার ৪৮টি দেশি যন্ত্রপাতি এবং ছয় কোটি টাকার প্রয়োজনীয় আসবাব পত্র কেনা হবে।  
 
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমআইএস/এএসআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।