ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে পিকআপচাপায় ২ শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মে ৬, ২০১৭
বেলকুচিতে পিকআপচাপায় ২ শিশু নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বৈদ্যুতিক খুঁটিবাহী পিকআপ ভ্যানের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের দুই শিশু যাত্রী নিহত হয়েছে।

শনিবার (৬ মে) সকাল ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়িতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭) ও একই গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫)।

এরা দুজনেই স্থানীয় শাহীন কিন্ডার গার্টেন স্কুলের প্রথম ও প্লে শ্রেণির শিক্ষার্থী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, মুকুন্দগাঁতী কড়িতলার শাহীন কিন্ডারগার্টেন স্কুল থেকে ব্যাটারি চালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিল ওই দুই শিশু। এ সময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জাহিদের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় অপর শিশু তিথিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।