শনিবার (৬ মে) সকাল ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়িতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭) ও একই গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, মুকুন্দগাঁতী কড়িতলার শাহীন কিন্ডারগার্টেন স্কুল থেকে ব্যাটারি চালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিল ওই দুই শিশু। এ সময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জাহিদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় অপর শিশু তিথিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ