ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিশেষ অভিযানে ৬৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, মে ৬, ২০১৭
ঝিনাইদহে বিশেষ অভিযানে ৬৪ জন গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ মে) রাত থেকে শনিবার (০৬ মে) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় এ অভিযান চালানো হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ২০ জন, শৈলকুপা থেকে ৮, হরিণাকুন্ডু থেকে ১০, মহেশপুর থেকে ১২ এবং কালীগঞ্জ ও কোটচাঁদপুর থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬০ পিস ইয়াবা, ১শ ২০ বোতল ফেনসিডিল ও ১শ’ গ্রাম গাঁজা।   গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।