ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির নিরাপত্তায় প্রস্তুত নওগাঁর পতিসর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ৬, ২০১৭
রাষ্ট্রপতির নিরাপত্তায় প্রস্তুত নওগাঁর পতিসর রাষ্ট্রপতির নিরাপত্তায় প্রস্তুত নওগাঁর পতিসর-ছবি: বাংলানিউজ

নওগাঁ: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ৮ মে (সোমবার) নওগাঁর পতিসর আসছেন। এ জন্য কবির নিজস্ব জমিদারি কালীগ্রাম পরগনার কাছারি বাড়ি পতিসরে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার (৬ মে) বিকেলে নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, এবার পতিসরের অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবেন্দ্র মঞ্চে বক্তব্য রাখবেন তিনি।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে এবারের অনুষ্ঠানে থাকছে ভিন্ন মাত্রা। এর আগে প্রতিবছর স্থানীয় প্রশাসন কবির জন্মবার্ষিকীর আয়োজন করে এলেও এবারের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

এরই মধ্যে মন্ত্রণালয়টির ভারপ্রাপ্ত সচিব ইব্রাহীম হোসেন খান চিঠি দিয়ে রবীন্দ্র গবেষক, ভক্ত-অনুরাগী, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ নির্ধারিত প্রায় দুই হাজার জনের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে করে পতিসরে আসার কথা রয়েছে। তাই স্থানীয় কৃষি ইনস্টিটিউট মাঠ ও আশপাশের এলাকায় একাধিক হেলিপ্যাড স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে সাজানো ও প্রস্তুত করা হয়েছে দেবেন্দ্র মঞ্চ। বসানো হয়েছে আগতদের নির্ধারিত আসন। বৈশাখের ঝড় হাওয়া ও বৃষ্টিতে যাতে অনুষ্ঠানের বিঘ্ন না ঘটে সেভাবেই প্রস্তুতি রাখা হয়েছে।

কাছারি বাড়ির প্রতিটি জিনিসপত্র নতুন করে সাজানো হয়েছে। সেখানে রাখা কবির ব্যবহৃত স্মৃতি চিহ্নগুলো ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য-প্রতিকৃতিগুলো দৃষ্টি নন্দনভাবে সাজিয়ে রাখা হয়েছে। আশপাশের স্থাপনা, কাছারি বাড়ির আঙিনা, জেলা পরিষদ ডাকবাংলো, রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, কৃষি ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে।

অনুষ্ঠানকে ঘিরে এলাকার বিভিন্ন সড়ক মেরামত ও নান্দনিক করে প্রস্তুত করা হয়েছে। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।