শনিবার (০৬ মে) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দদের সঙ্গে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, রাঙ্গামাটি ট্রাক মালিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর হোসেন চৌধুরী, ট্রাক-মিনি ট্রাক মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি সাব্বির আহমদ ওসমানী, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন, রাঙ্গামাটি ট্রাক-মিনি ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ছোটন, রাঙ্গামাটি সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি অলি উল্লাহ আলি, ট্রাক চালক কল্যাণ সমিতির আহ্বায়ক এএসএম ফজলুল করিম চৌধুরী।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এনটি