ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে রোববার সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ৬, ২০১৭
রাঙ্গামাটিতে রোববার সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট রাঙ্গামাটিতে রোববার সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের পরিবর্তে রোববার (০৭ মে) দিনব্যাপী পরিবহন ধর্মঘট করবে রাঙ্গামাটি জেলা সড়ক ও নৌযান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার (০৬ মে) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দদের সঙ্গে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, রাঙ্গামাটি ট্রাক মালিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর হোসেন চৌধুরী,  ট্রাক-মিনি ট্রাক মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি সাব্বির আহমদ ওসমানী, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন, রাঙ্গামাটি ট্রাক-মিনি ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ছোটন, রাঙ্গামাটি সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি অলি উল্লাহ আলি, ট্রাক চালক কল্যাণ সমিতির আহ্বায়ক এএসএম ফজলুল করিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।