শনিবার (০৬ মে) শাহবাগে জাতীয় জাদুঘরের সিনোপ্লেক্স মিলনায়তনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী আয়োজিত ‘দারিদ্র্য দূরীকরণে শিক্ষাই হোক মূল বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
সাবেক গর্ভনর বলেন, এখন প্রয়োজন কওমি মাদরাসা শিক্ষাকে বুঝিয়ে শুনিয়ে গণিত, বিজ্ঞান শেখানো।
শিক্ষা মানুষকে রুচিশীল করে উল্লেখ করে এ অর্থনীতিবীদ বলেন, উৎপাদনের মূল উপাদান হলো শ্রম ও পুঁজি। এ দু’টি ছাড়া উৎপাদন বাড়ানো যায় না। বাংলাদেশের জনশক্তিকে শিক্ষার মাধ্যমে উপযুক্ত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, শিক্ষা সংস্কৃতির অংশ। তাই সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে পারলেই দেশ উন্নয়নের পথে অগ্রসর হবে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম বলেন, মধ্যবিত্ত শ্রেণী ছাড়া গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় না। মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলা আজ শিক্ষার জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি আরো বলেন, অর্থনীতিতে শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের মূল হিসেবে ধরা হয়। তাই মানবসম্পদ দিয়ে যদি উন্নয়ন সম্ভব না হয়, তাহলে সে দেশ সামনে এগোতে পারবে না।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ।
সবার জন্য শিক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারে মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা, দারিদ্র্য দূরীকরণে বঞ্চিতদের শিক্ষার অধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এএম/আরআইএস/জেডএস