ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ৬, ২০১৭
বগুড়ায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সামসুল আলম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে চলতি বোরো মৌসুমের ধান কাটার জন্য ক্ষেতে যান সামসুল আলম। ধানকাটার একপর্যায়ে প্রচণ্ড তাপদাহে ক্ষেতের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মনজুর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গরমে ও রোদে মাঠে কাজ করার সময় সামসুল আলম হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।