ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

দেশের ৫০ শতাংশ মানুষ বিষন্নতায় ভুগছে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মে ৬, ২০১৭
দেশের ৫০ শতাংশ মানুষ বিষন্নতায় ভুগছে প্রতীকী

মৌলভীবাজার: আমাদের দেশের ৫০ শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে বিষন্নতা রোগে ভুগছেন। লাগামহীন চাওয়া-চাহিদা, কর্ম, সংসারজীবনের নানামুখী প্রতিযোগিতা এবং সন্তোষজনক অবস্থানের অভাবসহ জীবনের নানা সমস্যায় কারণে ব্যক্তির এই বিষন্নতা।  

শনিবার (৬ মে) দুপুরে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা বিশেষ কর্মসূচির অ্যাডভোকেসি সভায় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটু এ তথ্য জানান।  
 
তিনি বলেন, আগামী দিনে রোগের ধরন পাল্টে হতাশানামক মানসিক রোগটি দেখা দেবে।

আগে মানুষ মানুষকে জ্ঞান বা শিক্ষা দিয়ে মূল্যায়ন করতেন। এখন মূল্যায়ন করছেন অর্থবিত্ত দিয়ে। এই অর্থবিত্ত প্রাপ্তির বিরামহীন প্রত্যাশাই মানুষের নানান মানসিক রোগের জন্ম দিচ্ছে। বিষন্নতা, হতাশা তার মধ্যে অন্যতম রোগ।  
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাডভোকেসি সভা, ছবি: বাংলানিউজবিষন্নতার দূরীকরণ প্রসঙ্গে ডা. জয়নাল আবেদিন টিটু বলেন, কোনো বিষয় উত্তেজিতভাবে ‘রিঅ্যাক্ট’ না করে সহজে গ্রহণ করা, আমাদের খণ্ড খণ্ড আপন প্রত্যাশা বা চাহিদা কিংবা স্বপ্নকে সবসময়েই সাধ্যের মধ্যে রাখা, অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান না করা এবং দিনের একটা নির্দিষ্ট সময়ে সবুজ প্রকৃতির মুখোমুখি যাওয়া।  
 
ক্রমবর্ধমান আশা বা চাহিদাকে নিয়ন্ত্রণে জীবনে সুখী হওয়া সম্ভব বলে মন্তব্য করেন এই চিকিৎসক।  
 
৭ মে থেকে ২১ মে পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ২৩৩টি কেন্দ্রে ৯ মাস থেকে ৫ বছরের সব শিশুকের হামের টিকা দেয়া হবে বলে অ্যাডভোকেসি সভায় জানানো হয়।  
   
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ০৬, ২০১৭
বিবিবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।