শনিবার (০৬ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার তদন্ত শেষ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।
তিনি বলেন, কুমিল্লায় গ্রেফতার হওয়া জঙ্গি আহমেদ আজওয়াদ ইমতিয়াজ তালুকদার ওরফে অমিকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে। কারণ পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে নিহত নব্য জেএমবি নেতা তামিম চৌধুরীর সঙ্গে তার ভালো যোগাযোগ ছিলো।
গত ১ বছরের জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে জঙ্গিরা। পরদিন কমান্ডো অভিযানে নিবরাজ ইসলাম, মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্বল ও সাইফুল চেীকিদার নিহত হন। এদের মধ্যে সাইফুল ছাড়া বাকিরা ‘নব্য জেএমবি’র সদস্য বলে পুলিশের তদন্তে উঠে আসে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
পিএম/ওএইচ/জেডএস