ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে বাসচাপায় প্রকৌশলী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ৬, ২০১৭
খিলক্ষেতে বাসচাপায় প্রকৌশলী নিহত

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া বাসের চাপায় শরীফুল ইসলাম নিলয় (২৮) নামের এক প্রকৌশলী নিহত হয়েছে।

শনিবার (৬ মে) বিকেলে গাজীপুর থেকে মিরপুরগামী বিকাশ পরিবহনের ওই বাস (ঢাকা মেট্রো ব ১৫-১৬৮৫) নিলয়কে ধাক্কা দেয়।

তৎক্ষণাৎ উদ্ধার করে তাকে নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথেই মারা যান তিনি।

 

নিলয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। রাজধানীর রূপনগরে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। এক সন্তানের জনক নিলয়ের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজীয়াতলে।  

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) ফজল মাহমুদ বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য নিলয়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।