শনিবার (০৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
মৃত নারীর স্বামী মো. আলামিন বাংলনিউজকে বলেন, গত ১ মাস আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়।
তিনি বলেন, মোবাইল ফোনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বিক্রয় জন্য ঘরে থাকা পোকা মারার ওষুধ খেয়ে ফেলে। এতে মোমেনা অসুস্থ হয়ে পড়লে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইরচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজে বলেন, মৃত নারীর স্বামী আলামিন জানান তার স্ত্রী বিষপান করেছিলো। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
মোমেনা আক্তারের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
জিপি/