শনিবার (০৬ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলতা বানু বুড়িপোতা গ্রামের বর্ডারপাড়া এলাকার মুত ইয়ার আলীর স্ত্রী।
নিহত নারীর পারিবারের বরাত দিয়ে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহাজামাল বাংলানিউজকে বলেন, পার্শ্ববর্তি দুলাল হোসেন ওরফে দোলার’র আম বাগানে ঝরে পড়া আম কুড়ানোর সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলতা বানু মারা যান।
বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জিপি