শনিবার (০৬ মে) বিকেলে মহেশপুর উপজেলার রূপদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের রাজু আহম্মদের মেয়ে।
নিহতের দাদা জমির হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে বাড়ির পাশের রাস্তায় খেলতে গেলে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
ইউজি/জিপি