ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ৬, ২০১৭
মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

যশোর: ঝিনাইদহের মহেশপুরে ট্রাক্টরের (জমি চাষের যন্ত্র) ধাক্কায় ফাতেমা নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (০৬ মে) বিকেলে মহেশপুর উপজেলার রূপদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের রাজু আহম্মদের মেয়ে।

নিহতের দাদা জমির হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে বাড়ির পাশের রাস্তায় খেলতে গেলে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। ‌আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।