ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে ধর্ষণের অভিযোগে য‍ুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ৬, ২০১৭
সাভারে ধর্ষণের অভিযোগে য‍ুবক আটক

সাভার (ঢাকা): সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে জুলহাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৬ মে ) রাতে সাভার পৌর এলাকার আড়াপাড়া থেকে ওই যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে সাভারের আড়াপাড়া এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।

ওই নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াপাড়ার কামাল গার্মেন্টস রোড থেকে জুলহাস নামে ওই যুবককে আটক করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন বাংলানিউকে বলেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে জুলহাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।