ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ৬, ২০১৭
মেহেরপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক আটক মাদক বিক্রেতা জেলহাক

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ জেলহাক (৩৫) নামে এক মাদক বিক্রেতা আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০৬ মে) বিকালের দিকে তাকে আটক করা হয়। আটক জেলহক ওই উপজেলার নওদাপাড়া গ্রামের সাকের আলী মন্ডলের ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সায়েম বাংলানিউজকে বলেন, ধলার মাঠে গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইদ্রিস আলী ও সম্ররাট নামের দুই মাদক বিক্রেতা পালিয়ে গেলেও গাঁজাসহ জেলহককে আটক করা হয়।  

ওই তিন জনের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে জেলহককে মেহেরপুর জেল হাজতে পঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।