শনিবার (০৬ মে) বিকালের দিকে তাকে আটক করা হয়। আটক জেলহক ওই উপজেলার নওদাপাড়া গ্রামের সাকের আলী মন্ডলের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সায়েম বাংলানিউজকে বলেন, ধলার মাঠে গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইদ্রিস আলী ও সম্ররাট নামের দুই মাদক বিক্রেতা পালিয়ে গেলেও গাঁজাসহ জেলহককে আটক করা হয়।
ওই তিন জনের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে জেলহককে মেহেরপুর জেল হাজতে পঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জিপি/