শনিবার (০৬ মে) বিকেলে উপজেরার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ন গ্রামের দেওয়ান আলীর মেয়ে সীমার সঙ্গে প্রায় ৮ মাস আগে জালাল মিয়ার বিয়ে হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ০৭ এপ্রিল (রবিবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঘটনার পর থেকে স্বামী জালাল মিয়া পালাতক রেয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বাশুড়িকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জিপি/