ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মে ৬, ২০১৭
মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে স্বামী জালাল মিয়া বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৬ মে) বিকেলে উপজেরার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ন গ্রামের দেওয়ান আলীর মেয়ে সীমার সঙ্গে প্রায় ৮ মাস আগে জালাল মিয়ার বিয়ে হয়।

বিয়ের পর সীমার কাছে জালালের পরকীয়া প্রেমের বিষয়টি ধরা পড়ে। তখন থেকে এর প্রতিবাদ শুরু করেন সীমা। এতে ক্ষিপ্ত হয়ে জালাল প্রায়ই সীমাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এই প্রতিবাদের কারণেই সীমাকে হত্যা করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ০৭ এপ্রিল (রবিবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনার পর থেকে স্বামী জালাল মিয়‍া পালাতক রেয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বাশুড়িকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।