রোববার (০৭ মে) ভোরে সাভারে ঢাকা–আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় সড়কের পাশে আহত অবস্থায় পথচারীরা পড়ে থাকতে দেখে ওই ব্যক্তিকে।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয় ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন মিত্র বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি। তাই স্বজনদের খোঁজ করা হচ্ছে ।
এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জিপি/